বিরল দর্পণঃ
ঐতিহাসিক বদর দিবস ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং বিশিষ্টজনদের নিয়ে উপজেলা মডেল মসজিদ হলরুমে ইফতার মাহফিল এর আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরল উপজেলা শাখার আমীর মাওলানা হাফেজ আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।
প্রধান আলোচ্যক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার ওলামা ও তা’লীমুল কুরআন বিভাগীয় সেক্রেটারি, আগামী জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী জনাব এ কে এম আফজালুল আনাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড: তৈয়ব আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আজমির হুসাইন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা সভাপতি মোঃ নাজমুল ইসলাম সহ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত আলোচক বৃন্দরা বলেন, আজকের এই দিনে কাফিরদের সাথে মুমিনদের যুদ্ধ হয়েছিল ঐতিহাসিক বদরের প্রান্তরে। সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে বিজয় হয়েছিল মুসলমানদের। তাই এ পবিত্র রমজান মাসে আমাদের শপথ নিতে হবে নিজেকে আল্লাহভীরু মানুষ হিসেবে গড়ে তোলার এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় এগিয়ে যেতে হবে। আগামীর বাংলাদেশের নেতৃত্ব আল্লাহভীরু মানুষের তুলে দিয়ে বাংলাদেশকে কল্যাণ রাস্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে সকলকে।